কালীগঞ্জে আইসক্রিম ফ্যাক্টারীতে মোবাইলকোর্ট: ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট: March 19, 2023 |
Boishakhinews24.net 368
print news

টিপু সুলতান, ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বিহারীমোড় এলাকায় মমতাজ ভবন নামে একটি ৪ তলা আবাসিক ভবনের নিচতলার দীর্ঘদিন ধরে চলা চকবার,কোন, কাপসহ নানা ধরনের আইসক্রিম এবং রোবো ও ললি বিক্রির গোডাউনে এবং ঈশ্বেরবায় অবস্থিত মীম আইসক্রিম ফ্যাক্টারীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় রোববার বেলা ১১ টার দিকে।

খাদ্যদ্রব্য উৎপাদন এবং বিপণনের নিয়ম তানুন কোন না মেনে বে- আইনি ভাবে অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধযুক্ত
পরিবেশে মেয়াদ ও বিএসটি আই এর অনুমোদনহীন আইসক্রিম মজুদ ও বিক্রি করার অপরাধে মেসার্স মারুফ এন্টার প্রাইজের স্বত্বাধিকারী কে ১০ হাজার টাকা এবং মীম আইসক্রিম ফ্যাক্টরির উৎপাদিত আইসক্রিম বিএসটিআই এর অনুমোদন বিহীন বিক্রির অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল কাদেরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মারুফ এন্টার প্রাইজ থেকে চারটি ককশিট বোঝাই প্রায় ২০ হাজার টাকা মূল্যের নিম্নমানের মেয়াদ বিহীন আইসক্রিম জব্দ করা হয়। জব্দকৃত আইসক্রিম চিত্রা নদীর ধারে নিয়ে সহকারি কমিশনার ভূমি’র উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

মোবাইলকোর্ট পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব। এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই খুলনা অফিস থেকে আগত ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান,পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর আলমগীর হোসেন,কালীগঞ্জ থানার এসআই ইকবাল হোসেন ও পুলিশ সদস্যরা।

Share Now

এই বিভাগের আরও খবর