ঝালকাঠিতে যুবলীগ কর্মী হত্যার ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট: April 6, 2023 |
Boishakhinews24.net 95
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে যুবলীগ কর্মী তরিকুল ইসলাম সুমন কে কুপিয়ে হত্যার ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের বড় বোন সাবেক পৌর কাউন্সিলর শিউলি পারভীন।

বৃহস্পতিবার (৬এপ্রিল) সকালে তিনি বাদী হয়ে নলছিটি থানায় এ এহাজার দায়ের করেন।

এজাহারে উল্লেখিত ১৩জন ছাড়াও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উল্লেখ্য, উপজেলা যুবলীগের সদস্য তরিকুল ইসলাম সুমনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ কর্মী দিদারুল আলম মুন্নার বিরোধ চলছিল।

বুধবার রাত ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে যুবলীগ কর্মী সুমন, জাফর ও মিলটন একটি মোটরসাইকেলে শহরের হাইস্কুল সড়কে আসলে ৮ থেকে ১০ জন যুবক এলোপাথারি কুপিয়ে সুমনকে আহত করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি মুঃ আতাউর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বোন বাদী হয়ে মামলা করেছেন । অভিযুক্তদের আটকের জন্য অভিযান চলছে।

Share Now

এই বিভাগের আরও খবর