হজ পালন শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

আপডেট: July 3, 2023 |
inbound6368341259189428767
print news

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সোমবার (৩ জুলাই) রাত ২টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি ৩৩৮) করে তিনি হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, ডিপ্লোমেটিক কোরের ডিন মাজিদ হালিম, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসেফ আল দুহাইলান, তিন বাহিনীর প্রধানসহ সরকার এবং বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

এর আগে, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালন করতে গত ২৩ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩১ ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানাসহ পরিবারের সদস্য ও অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

 

Share Now

এই বিভাগের আরও খবর