ফরিদপুরে ডাকাতির সময় র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেফতার ৬


তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে অভিনব পদ্ধতিতে চেতনানাশক ওষুধ মিশিয়ে ডাকাতি করার পর পালানোর সময় ডাকাত দলের সর্দারসহ ৬ জন ডাকাত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র, মিনি পিকাপ, মোটরসাইকেল, স্বর্ণালংকার ও ডাকাতির সরঞ্জামাদিসহ র্যাব ৮ (ফরিদপুর ক্যাম্প) আটক করে।
বৃহস্পতিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭ টায় র্যাব ৮ ফরিদপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৮(বরিশাল) এর অধিনায়ক লে: কর্ণেল মাহমুদুল হাসান।
আটকৃত ডাকাতেরা ফরিদপুর জেলার, বোয়ালমারী থানাধীন সূর্যগ গ্রামের মোহাম্মদ মজিবর মোল্লার ছেলে মোঃ শহিদুল মোল্লা (৩১), আলফাডাঙ্গা থানাধীন রুদ্রবানা গ্রামের মৃত হাদি বুলুর ছেলে মোঃ হাদি ইকবাল (৩৪), কোতোয়ালি থানাধীন মাধবপুর গ্রামের মোঃ আশরাফ মোল্লার ছেলে মোঃ বেলায়েত হোসেন (৩৫), সালথা থানাধীন বাবাইখোলা গ্রামের মোঃ কেরামত ফকিরের ছেলে মোঃ রিপন ফকির(৩৩), আলফাডাঙ্গা থানাধীন রুদ্রবানা গ্রামের মোঃ হাদি ইকবালের স্ত্রী মোছা: সেলিনা আক্তার (২৫), এবং খুলনা জেলার তেরখাদা থানাধীন পশুলো গ্রামের মোঃ হালিম মোল্লার ছেলে মোঃ নিশাদ মোল্লা (৪০)।
সংবাদ সম্মেলনে র্যাব আরো জানান, ফরিদপুর কোতোয়ালি থানাধীন কানাইপুরে বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর রাত ৩:৩০ এর দিকে মোঃ মোশারফ হোসেনের বাড়িতে ডাকাত দল ডাকাতি করছে এমন তথ্যের ভিত্তিতে ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভোর চারটায় কানাইপুরে অভিযান চালিয়ে উক্ত ৬ ডাকাতদের আটক করে এবং এ অভিযান পরিচালনাকালীন সময়ে ওয়াহিদ নামের একজন ডাকাত পালিয়ে যায়।
আটককৃত ডাকাতদের কাছ থেকে ১টি শুটার গান, ২টি কার্তুজ, নগদ ৬৩ হাজার ৮০৮ টাকা, ১১ টি মোবাইল ফোন, ৪ আনা স্বর্ণালংকার এবং ১২ আনা একটি রূপার চেইন, ১টি গ্রাউন্ডিং মেশিন এবং হাতুরী, রেঞ্জ, রামদাসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় খুনসহ ডাকাতি ডাকাত দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।
র্যাব জানায়, উক্ত আসামিদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রআইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা প্রক্রিয়াধীন।