বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে

আপডেট: July 29, 2023 |
inbound64219279647176715
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাঘ বেঁচে থাকা মানুষের কর্মকান্ডের উপর নির্ভর করে। তাই বাঘের জীবন রক্ষায় সুন্দরবন রক্ষা জরুরি। বাঙালির শৌর্য-বীর্যের প্রতীক, বাঘ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে। বাঘ কেমন আছে সেটা দেখেই আমরা বুঝতে পারি সুন্দরবন কেমন আছে।

বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। শনিবার(২৯ জুলাই) সকালে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসুচির র‌্যালিপূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

”বাঘ করি সংরক্ষণ; সমৃদ্ধ হবে সুন্দরবন” শ্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারি বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাবেক কেন্দ্রিয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার দীপংকর দাশ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দিন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারি সাংবাদিক নিখিল ভদ্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন ও প্রভাষক মাহবুবুর রহমান।

উদ্বোধনী সমাবেশ পরিচালনা করেন পশুর রিভার ওয়াটারকিপার বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কেন্দ্রিয় নেতা মোঃ নূর আলম শেখ।

সমাবেশে অতিথি বক্তারা বলেন,বন ও বন্যপ্রাণী রক্ষায় সরকার নানা প্রকল্প বাস্তবায়ন করছে। সাম্প্রতিক সময়ে সুন্দরবনে বাঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বাঘের খাদ্য হরিণও সুন্দরবনে বৃদ্ধি পেয়েছে।

সভাপতির বক্তব্যে ওয়াটারকিপার্স বাংলাদেশ’র সমন্বয়কারী শরীফ জামিল বলেন বাঘের আবাসস্থল সুন্দরন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। বনবিনাশী সকল প্রকল্প বাতিল করতে হবে। বাঘ সুরক্ষায় মনিটরিং সেল গঠন করতে হবে।

Share Now

এই বিভাগের আরও খবর