সিংড়ার মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আপডেট: July 30, 2023 |
inbound6208274954127001211
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় পঞ্চম দফায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের অংশ হিসেবে ১৪ কোটি ৭৩ লাখ ৪২ হাজার টাকা ব্যয়ে নাটোরের সিংড়া পৌরসভা চত্ত্বরে এই মসজিদ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় নাটোরের সিংড়া প্রান্তে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রত্মা আহমেদ এমপি, জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা,সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক ইমামুল ইসলাম সহ সরকারী কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর