গুরুদাসপুরে শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী পালিত

আপডেট: August 5, 2023 |
inbound885845439130490282
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠপুত্র শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (০৫ আগষ্ট)  শহীদ ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের পথিকৃতিতে পুষ্পকস্তবণ অর্পণ শেষে উপজেলা মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ রুকসানা আক্তার লিপি, সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান শাকিল, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ হারুনুর রশিদ উপজেলা পিআইও কর্মকর্তা মোঃ মান্নান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম গুরুদাসপুর থানার পুলিশ অফিসার মোঃ ইমরান হোসেন উপজেলা ফায়ার স্টেশন মাস্টার মোঃ শহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এটিও মোহাম্মদ শাহাদাত হোসেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম আক্তার উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ফেরদৌস আলম উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা খুশি খাতুন, গুরুদাসপুর উপজেলা কৌশলী মোহাম্মদ মিলন মিয়া সহ বীর মুক্তিযোদ্ধাগণ সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য বীরত্ব এবং সংস্কৃতি অঙ্গনে অবাধ বিচরণের স্মৃতিচারণ করেন।

শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপনে বিকেলে গুরুদাসপুর শহীদ শামসুদ্দোহা সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর