গাজীপুরে বিএনপির কালো পতাকা গণ-মিছিল

আপডেট: August 26, 2023 |
inbound7352947022840351856
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচী অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন অনুষ্ঠানের ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষে আজ ২৬ আগষ্ট শনিবার বিকালে গাজীপুর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি
কালো পতাকা গণ-মিছিল শুরু হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রতিক্ষণ শেষে শিববাড়ি গিয়ে শেষ হয়।

কালো পতাকা মিছিলে গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মোঃ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে মিছিল পূর্ব আলোচনা সভায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, এ্যাড.আব্দুস সালাম আজাদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বেনজীর আহম্মেদ টিটো।

আরো উপস্থিত ছিলেন: বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকার ও ডাক্তার মাজহারুল আলমসহ গাজীপুর মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর