জয়পুরহাটে ব্রাকের উদ্যোগে ২০ জন আদিবাসী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা

আপডেট: August 26, 2023 |
inbound3631666292027594833
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পাঁচবিবি উপজেলার এলাকা অফিসে ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচি- ইন্ডিজেনাস পিপলস (IDP) এর আয়োজনে “উচ্চশিক্ষা সম্পর্কিত সেমিনার ও শিক্ষা সহায়তা প্রদান” অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাক জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিপির আঞ্চলিক ব্যবস্থাপক নির্মল কেরকাটা, এলাকা ব্যবস্থাপক মাইক্রো ফাইন্যান্স (দাবি) মোস্তফা জামান, এলাকার ব্যবস্থাপক মাইক্রো ফাইনান্স (প্রগতি) ইকবাল হোসেন সহ সকল কর্মসূচির শাখা ব্যবস্থাপক ও কর্মীবৃন্দ ।

আলোচনা শেষে ২০ জন আদিবাসী শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা শিক্ষা সহায়তা প্রধান করা হয়।

শিক্ষা সহায়তা প্রদান শেষে ইউ এন ও মহোদয় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির স্বাস্থ্য কর্মীদের মাঠ পর্যায়ের সেবা সমূহ মনোযোগ দিয়ে শ্রবণ করেন।

তাদের কার্যক্রমের প্রশংসা করে বলেন যেহেতু আপনারা প্রত্যেকটি গর্ভবতী মাকে সেবা দেন সেহেতু তাদের ডেলিভারি হওয়ার পরে নবজাতকের অভিভাবকের সঙ্গে শেয়ার করে অবশ্যই জন্ম নিবন্ধন করাবেন এবং মাসে শেষে এই তথ্যটি উপজেলা হেলথ অফিসে জমা দেয়ার জন্য পরামর্শ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন-পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ব্র্যাকের এই ধরনের সৎ উদ্যোগকে সাধুবাদ জানাই এবং উক্ত কার্যক্রম চলমান রাখার জন্য পরামর্শ প্রদান করে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।

Share Now

এই বিভাগের আরও খবর