আগামী সংসদ নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে: দুলু

আপডেট: September 2, 2023 |
inbound1786365653870757724
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ২০১৮ সালের নির্বাচনে বিএনপি নেতা-কর্মীরা বাাঁশ ঝারের নিচে গিয়ে, ধানের জমির মধ্যে পালিয়ে থেকেছে।

আগামী সংসদ নির্বাচন ওই ধরনের নির্বাচন আর বাংলাদেশের মাটিতে হবে না। আগামী দিনে গুন্ডাবাহিনী দিয়ে বিএনপি নেতা-কর্মীদের তাড়াবেন ওই ভোট হবে না।

আগামী সংসদ নির্বাচন হবে তত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকারের অধিনে । যে নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ গ্রহণ করতে পারবে।

যে নির্বাচনে এ দেশের মানুষ তার নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে। নির্ভয়ে ধানের শিষে ভোট দিতে পারবে সেই ভোট হবে।

আগামী নির্বাচন শেখ হাসিনা বা এই সরকারের অধিনে আগামী দিনে কোন নির্বাচন হবে না, হবে না, হবে না।

শুক্রবার নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন অনুষ্ঠানে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ দোয়া ও আলোচনার মধ্য দিয়ে নাটোরে বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, স্বেচ্ছা সেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ,জেলা মহিলা দলের সভাপতি বেগম সুফিয়া হক, বিএনপি নেতা সাইফুল ইসলাম আত্তাব, বাবুল চৌধুরী ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও নাটোরের গুরুদাসপুরে জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাম্মেল হকের জ্যেষ্ঠ পুত্র বর্তমান বিএনপি’র এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নেতৃত্বে তার বাগান বাড়িতে শুক্রবার বাদ আসর বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর