নাটোরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পিয়ন গ্রেফতার

আপডেট: October 8, 2023 |
inbound7007229051411687426
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় প্রথম শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাথমিকদ্যিালয়ের এক পিয়নকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ ভোরে র‌্যাব নাটোর ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে নলডাঙ্গা পৌর এলাকার ধোপাপুকুর (গাঙ্গইলপাড়া) এলাকা থেকে গ্রেফতার করে ।

গ্রেফতারকৃত ব্যক্তি নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন পিয়ন মোঃ আবু সাদাদ (৩৫)।

র‌্যাব ও মামলা সুত্রে জানা যায়, গত ২ নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করাকালীন সময়ে উক্ত বিদ্যালয়ের পিয়ন আসামী মোঃ আবু সাদাদ (৩৫) ১ম শ্রেণির শিক্ষার্থীকে ডেকে ৩য় শ্রেণী কক্ষে নিয়ে যায়।

সেখানে গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে শ্রেণী কক্ষের বেঞ্চের উপর জোরপূর্বক ধর্ষণ করে।

পরবর্তীতে ভিকটিম তার বাবা-মায়ের কাছে এ ঘটনা জানালে ভিকটিমের বাবা-মা আসামীর কাছে এ বিষয়ে জানতে চান।

তখন আবু সাদাদ বিভিন্ন জনের মধ্যস্থতায় ভিকটিমের অভিভাবককে ১০,০০০/- টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার ভোর ৪টা ১০ মিনিটে র‌্যাব নাটোর ক্যাম্পের একটি ধোপাপুকুর (গাঙ্গোইলপাড়া) গ্রাম হতে আবু সাদাদকে গ্রেফতার করে।

র‌্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারি পরিচালক, সন্জয় কুমার সরকার রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর