বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

আপডেট: October 11, 2023 |
inbound3639213056368215843
print news

বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাটে ৭ কেজি গাঁজাসহ নোমান সরদার (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে ফকিরহাটের বিশ্বরোড বাস স্ট্যান্ড থেকে নোমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নোমান সরদার রামপাল উপজেলার ভোজ পাতিয়া গ্রামের আব্দুল্লাহ সরদারের ছেলে ।

র‌্যাব-৬এর মিডিয়া সেল দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করে জানান, র‌্যাব-৬, সদর কোম্পানি, খুলনা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্য প্রাপ্ত হয় যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযানীর দলটি
ফকিরহাট থানার বিশ্বরোড মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল রুপসী বাংলার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ নোমান সরদারকে গ্রেফতার করে।

জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানায় র‌্যাব।

Share Now

এই বিভাগের আরও খবর