কোস্ট গার্ডের অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ আটক ১

আপডেট: October 11, 2023 |
inbound6588034808210218475
print news

বাগেরহাট প্রতিনিধিঃ অভিযানে ২টি আগ্নেয়াস্ত্রসহ খুলনার রূপসা এলাকা থেকে মোঃ আইয়ুব আলী খান (৬৫) নামে এক ব্যাক্তিকে আটক করেছে কোষ্টগার্ড পশ্চিম জোন।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১০ অক্টোবর) আনুমানিক রাত ৩টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন রূপসা কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন আলাইপুর বড় ব্রীজ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চলাকালে একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্য তাকে থামাতে বললে কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে সন্দেহজনক ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যগণ পিছনে ধাওয়া করে লোকটিকে আটক করতে সক্ষম হয়।

আটকৃত ব্যক্তিকে তল্লাশী করে ০২ টি দেশীয় ওয়ানশুটার গান জব্দ করা হয়। আটককৃত ব্যক্তি মোঃ আইয়ুব আলী খান (৬৫)। তিনি খুলনা জেলার রুপসা থানাধীন আলাইপুর গ্রামের বাসিন্দা।

তিনি আরও বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত দেশীয় অস্ত্র ও আটককৃত ব্যক্তিকে রূপসা থানায় হস্থান্তরকরা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর