ইন্দুরকানীতে শীতকালীন ক্রীড়া প্রতিযাগীতা অনুষ্ঠিত


ইদুরকানী (পিরাজপুর) প্রতিনিধি : পিরাজপুরের ইদুরকানীতে উপজলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া প্রতিযাগীতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শীতকালীন ক্রীড়া সমিতির উদ্যাগে উপজেলা পরিষদ মাঠে দুইদিন ব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযাগীতার সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভূমি) সাঈদ মাঃ ইব্রাহীমের সভাপতিত্বে ও এম ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন উপজলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এম মতিউর রহমান ।
এসময় উপস্থিত ছিলেন উপজলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল,যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুজ্জামান শিকদার, উপজলা আঃ.লীগের সদস্য ফেরদৌসী জাহান, উপজলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক উত্তম কুমার, এমইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মনিরুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে প্রতিযাগীতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরূস্কার বিতরণ করা হয়।