সিংগাইরে ২১ বছর পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি :মানিকগঞ্জের সিংগাইরে ধর্ষণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল মিয়া ওরফে রাজিবকে (৪৫) একুশ বছর পর গ্রেফতার করেছে র্যাব।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাব-৪ এর লেফটেন্যান্ট কমান্ডার মো. আরিফ হোসেন জানান।
গ্রেফতারকৃত আবুল মিয়া ওরফে রাজিব ওই ইউনিয়নের ধল্লা উত্তর পাড়া গ্রামের গেদা ফকিরের ছেলে।
ধর্ষণের শিকার গার্মেন্ট কর্মী একই ইউনিয়নের চরউলাইল এলাকার মেয়ে। সে বাড়িতে থেকেই সাভারস্থ হেমায়েতপুরের একটি গার্মেন্টস এ চাকুরি করতো।
তৎকালিন সময় ১৭ বছর বয়সী গার্মেন্টস কর্মীকে দলবেঁধে ধর্ষণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবুল মিয়া ওরফে রাজিব নিজের পরিচয় গোপন করতে বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ ও সবজি বিক্রি করে আসছিল ।
বিষয়টি নিয়ে রাব-৪ সিপিসি-৩ মানিকগঞ্জ টিম মাঠে নামে। তারা বিভিন্ন সময় সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।