সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচন ৯ জুন

আপডেট: June 2, 2024 |
Messenger creation 69035255 db62 4288 9ea6 0285e69b8565
print news

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অন্যতম সংগঠন সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) নির্বাচন ২০২৪-এর তফসিল ঘোষণা করা হয়েছে। ভোট গ্রহণ আগামী ৯জুন রবিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত।

রবিবার বেলা ১২টার দিকে সোহরাওয়ার্দী কলেজের ৩০৯ নম্বর রুমে সমিতির বর্ধিত সভায় ‘সোকসাস’ এর নির্বাচন ২০২৪ এর নির্বাচন কমিশন এবং নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভার কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।

সভায় উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশন হিসেবে মনোনীত হয়েছেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাবেক শিক্ষার্থী এবং ঢাকা টাইমসের সাংবাদিক হাসান মেহেদী। এছাড়াও নির্বাচন কমিশনার মনোনীত করা হয় সাবেক শিক্ষার্থী ও সংগঠনটির উপদেষ্টা ইমরান মাহমুদ এবং সাকিব আল হাসান।

প্রধান নির্বাচন কমিশনারের সার্বিক তত্ত্বাবধানে ২রা জুন থেকে আগামী ৪ জুন মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া হবে। এছাড়াও ৫জুন প্রার্থিতা যাচাই বাছাই করে চূড়ান্ত প্রার্থী ঘোষনা করা হবে। আগামী ৯ই জুন সোকসাস নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হবে।

সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, সাংবাদিক সমিতির উপদেষ্টা হাসান মেহেদী, ইমরান মাহমুদ, সাকিব আল হাসান, মোঃ ইউসুফ হাওলাদার, মো: রাফসান, বর্তমান কমিটির সভাপতি ইয়াসিন মোল্লা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, দপ্তর সম্পাদক আকবর হোসেনসহ সমিতির সদস্য আমিরুল ইসলাম, লিখন হোসাইন, সাজ্জাদুল ইসলাম, আমিনুর সিকদার, হাসিব ইথুন, আবন্তিকা সাহা, রহিমা বেগম, জেনিয়া ঐশ্বর্য্য এবং সাব্বির হাওলাদার।

Share Now

এই বিভাগের আরও খবর