ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরন

আপডেট: July 18, 2024 |
received 8590520180976506
print news

মোঃ এম, এইচ শিমুল, ইন্দুরকানী প্রতিনিধি: ইন্দুরকানীতে ঘৃ্র্নিঝাড় ও রিমেলের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও অনুদানের চেক বিতরন করেন।ইন্দুরকানী প্রশাসনের উদ্যোগে সমপ্রতি এান ও কল্যান তহবিল একই সাথে সর্ব জনীন পেনশন স্কিমের রেজিষ্টেশনও তথ্য সেবাকেন্দ্র উদ্বোধন করেন।

১৮ ই জুলাই বৃস্হপতিবার সকাল দশটায় ইন্দুরকানী হলরুমে উপজেলা নির্বহী অফিসার মোঃ অবুবক্কর সিদ্দিকী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোহাম্মাদ জাহেদুর রহমান জেলা প্রশাসক।

বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউল আহসান গাজী ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক দুলাল এবং দিলারা পারভীন লাভলী প্রমুখ।

Share Now

এই বিভাগের আরও খবর