প্রায় ১৪ দিন পর তালা মুক্ত হলো কুবির উপাচার্য দপ্তর

আপডেট: August 27, 2024 |
inbound3559265202272308802
print news

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন পদত্যাগের প্রায় ১৪ দিন পর উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

মঙ্গলবার (২৭ অগাস্ট) দুপুর দেড়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এমরান তালা খুলে দেন।

এর আগে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পরও উপাচার্য, উপ-উপাচার্য এবং শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদত্যাগ না করায়, গত ১৩ আগস্ট সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে তালা ঝুলিয়ে দেন সমন্বয়করা।

সেই সাথে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আবু তাহেরের কক্ষেও তালা ঝুলিয়ে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে অন্যতম মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘আমাদের দাবি ছিল উপাচার্য পদত্যাগের।

যেহেতু উপাচার্য পদত্যাগ করেছে এবং আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে তাই আমরা উপাচার্য দপ্তরের তালা খুলে দিয়েছি।’

তালা দেওয়ার ১৪ দিন গড়িয়ে গেলেও উপ-উপাচার্য পদত্যাগ করেনি। এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমানে এখন বন্যা পরিস্থিতির কারণে আমরা আর ওই বিষয়টি নিয়ে কোন পদক্ষেপ নিতে পারিনি।

এই দিকে বন্যার্তদের সাহায্যের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। তবে বন্যা পরিস্থিতি ঠিক হলে আমরা একটা মুভমেন্টে যাব।’

Share Now

এই বিভাগের আরও খবর