লাদাখে দিল্লির সমান জায়গা দখলে নিয়েছে চীন: রাহুল গান্ধী

আপডেট: September 11, 2024 |
inbound4338778937666691731
print news

চীন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় বরাবরই কড়া অবস্থান কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। তাই যুক্তরাষ্ট্র সফরে চীন ইস্যুতে প্রশ্ন করা হলে তিনি আবারও মোদির তীব্র সমালোচনা করেন।

বলেন, লাদাখে চীনা সেনারা নয়াদিল্লির সমান পরিমাণ জায়গা দখল করে নিয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ওয়াশিংটনের মর্যাদাপূর্ণ জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন রাহুল গান্ধী। সেখানেই এক প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।

এক প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বলেন, আচ্ছা, যদি আপনারা বলেন যে আমাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার এলাকায় চীনা সেনা থাকার বিষয়টি ভালো, তাহলে হয়তো তিনি ভালো ভাবেই পরিস্থিতি সামাল দিচ্ছেন।

লাদাখে দিল্লির সমান ভূমি দখল করে নিয়েছে চীনা সেনারা। আমি মনে করি এটি একটি বিপর্যয়। মিডিয়া এগুলো নিয়ে লিখতে পছন্দ করে না।

এ সময় পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কোন প্রতিবেশী দেশ যদি আপনাদের ভূখণ্ডের ৪ হাজার বর্গকিলোমিটার দখল করে নেয় তাহলে আমেরিকা কেমন প্রতিক্রিয়া দেখাবে? কোনো প্রেসিডেন্ট কি শুধু এই বলে দায় এড়াতে পারবেন যে তিনি ভালোভাবে সামাল দিয়েছেন? তাই আমি মনে করি না মোদি চীনকে ভালোভাবে সামাল দিয়েছেন। আমার মনে হয় আমাদের অঞ্চলে চীনা সেনাদের থাকার কোনো কারণ নেই।

যুক্তরাষ্ট্রে চারদিনের একটি বেসরকারি সফর করেছেন রাহুল। মঙ্গলবার তার এই সফর শেষ হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর