জয়পুরহাটে ইসলামী ছাত্র শিবিরের বিশাল কর্মী সমাবেশ

আপডেট: September 14, 2024 |
inbound769219704092217427
print news

জয়পুরহাট প্রতিনিধি: দাওয়াত এবং প্রশিক্ষণ মজবুত হবে সংগঠন, জ্ঞানের আলোয় গড়ব সমাজ সফল হবে আন্দোলন এই স্লোগান নিয়ে  প্রায় ১৭ বছর পর প্রকাশ্যে জয়পুরহাটে ইসলামী ছাত্র শিবিরের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে শহরের স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জয়পুরহাট জেলা ছাত্রশিবির সভাপতি জুয়েল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় জামায়াতের শূরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের আমির  ডাঃ ফজলুর রহমান সাঈদ, কেন্দ্রীয় ছাত্র শিবিরের অফিস সেক্রেটারী নুরুল ইসলাম, স্পোর্টস সেক্রেটারী আসাদুজ্জামান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সেক্রেটারি রাশেদুল ইসলাম সবুজ, শহর আমির আনোয়ার হোসেন, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি তারেক হোসেন, সাবেক জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল খালেক, এ্যাড. আসলাম হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পতিত সৈরশাসকের দীর্ঘ জুলুম,নির্যাতন, মামলা হামলার পরও ছাত্র শিবির কোন প্রতিশোধ না নিয়ে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।

সকল কে বর্তমান সরকার সহযোগিতা করার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর