অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

আপডেট: November 10, 2024 |
boishakhi news 23
print news

টিভি নাটকের গুণী অভিনেত্রী আফরোজা হোসেন মারা গেছেন। রোববার (১০ নভেম্বর) ভোর ৬ টায় রাজধানীর কল্যাণপুরের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী মনিরা আক্তার মিঠু।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আফরোজা হোসেনের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই ।… আপা, আমি এখন তিনবেলা ফোনে কার সাথে কথা বলবো ? আমাকে কে সাহস দিবে গো ? তোমার সন্তান নাঈমকে আমি কী বলে সান্তনা দিব গো! আমি টাঙ্গাইলে , এমন হতভাগী আমি তোমাকে শেষ বিদায় জানাতে পারলাম না । তুমি যাও , আমি আসতেসি গো আপা’

জানা যায়, গত বছর জরায়ুমুখের ক্যান্সার ধরা পড়ে অভিনেত্রী আফরোজা হোসেনের। পরে ক্যানসার ছড়িয়ে যায় তার মেরুদণ্ডে। শুরুতে দেশেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে আফরোজাকে উন্নত চিকিৎসার জন্য ভারতের মুম্বাইতে নেওয়া হয়েছিল। আফরোজা হোসেন ব্যয়বহুল এই চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন। পরে দেশেই একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রথম অভিনয় শুরু করেন আফরোজা হোসেন। ইউনেস্কোর সচেতনতামূলক নাটক দিয়ে তার পথচলা শুরু হয়। তার অভিনয় দক্ষতা এবং চরিত্রে নিপুণতা তাকে জনপ্রিয়তা এনে দেয়। ‘ঠেটারু’, ‘সূর্য অস্তের আগে’, ‘বিদেশি ছেলে’সহ একাধিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান। তবে সবচেয়ে বেশি ইউনেসকো, ইউনিসেফ, ইউএনডিপি ও বিবিসির তথ্যচিত্রে অভিনয় করেছেন আফরোজা।

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায়, কল্যাণপুর হাউজিং সোসাইটিতে তার জানাজা হয়েছে। তবে কোথায় জানাজা হবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

Share Now

এই বিভাগের আরও খবর