রাজশাহীতে প্রথম আলোর কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর-অগ্নিসংযোগ

আপডেট: November 26, 2024 |
inbound1759064717569462682
print news

প্রথম আলোর রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করে পত্রিকায় আগুন দেওয়া হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুমারপাড়ার বোয়ালিয়া থানার মোড়ে এ ঘটনা ঘটে।

এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে প্রতিবাদ এবং জেয়াফত অনুষ্ঠানে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন আলেম ওলামা ও তাওহিদি জনতা।

দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্টে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসে সামনে বিক্ষোভ করেন তারা। এ সময় তারা প্রথম আলো রাজশাহী অফিসের সাইনবোর্ড ভাঙচুর করেন। কয়েকটি পত্রিকায় আগুন দেন বিক্ষোভকারীরা। এরপর আবার বিক্ষোভ মিছিল নিয়ে আলুপট্টিতে গিয়ে সমাবেশ করেন।

সাইফুল ইসলাম নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি জিরো পয়েন্টের দিক থেকে এসে আলুপট্টি থানার মোড়ে দাঁড়ালো। এরপর এখানে বিক্ষোভ হয়। বিক্ষোভের একপর্যায়ে কয়েকজন গিয়ে প্রথম আলো অফিসের সাইনবোর্ড রাস্তায় নিয়ে আসেন। এরপরে কয়েকটি পত্রিকা ছিঁড়ে আগুন জ্বালিয়ে দেন। পরে শুনলাম অফিসের গেটে নাকি তালা দেওয়া ছিল।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, শুধু সাইনবোর্ড ভাংঙরের একটা ঘটনা ঘটেছে। তবে কেউ অভিযোগ দেয়নি। তারপরেও পুলিশ বিষয়টি দেখছে।

Share Now

এই বিভাগের আরও খবর