বগুড়া কারাগারে হৃদরোগে আক্রান্ত আঃলীগ নেতা ঝুনু মারা গেছেন


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কারাগারে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু মারা গেছেন।
২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা ৬ টার দিকে উন্নত চিকিৎসারা জন্য ঢাকায় নেওয়ার পথে শারীরিক অবস্হার অবনতি হলে সিরাজগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার জেল সুপার ফারুক আহম্মেদ।
এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শাহাদাত আলম ঝুনু কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্হানান্তর করা হয়।
বগুড়া জেল সুপার ফারুক আহম্মেদ জানান, শাহাদাত আলম ঝুনুকে অসুস্থ অবস্থায় প্রথমে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর তার অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে পাঠানোর সিদ্ধান্ত হয়।তিনি কারাগারে অবস্থানের সময় দুঃচিন্তায় ছিলেন।
গত ২৬ আগস্ট আওয়ামী লীগ নেতা শাহাদাত আলম ঝুনুকে দু্’টি হত্যা মামলায় গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ(ডিবি)।
বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। এসময় মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়।