বগুড়ায় অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে অবৈধভাবে এসিড ব্যাটারি তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার(৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার খরনা বাবুর পুকুর এলাকার খাদিজা এগ্রোতে এ অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম।
অভিযানকালে খাদিজা এগ্রোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, উপজেলার খরনা এলাকায় খাদিজা এগ্রোর মালিক আলম হোসেন তার প্রতিষ্ঠানে পিরোনো এসিড ব্যাটারি প্রক্রিয়াজাত করে সীসা তৈরি করে আসছেন।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা,হয়।
অভিযানে একদিনপর মধ্যে পরিবেশ ও মানুষের জন্য ক্ষতিকর সকল বেআইনি কার্যক্রম বন্ধের জন্য সময় বেধে দেওয়া হয়।
প্রতিষ্ঠানের মালিক আলমকে ৫০ (পঞ্চাশ)’হাজার টাকা জরিমানা করেন ভ্রামস্যনাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জান্নাতুল নাঈম জানান,পরিবেশ রক্ষা এবং এলাকা,বাসীর স্বাস্হ্য সুরক্ষার সার্থে একদিনের মধ্যে তাদের সকল কার্যালয় বন্ধ এবং কেমিক্যাল বর্জ্য যথাযথভাবে ডিসপোজ করার নির্দেশ প্রদান করা হয়।
অবৈধভাবে এসিড ব্যাটারি তৈরি করায় ওই প্রতিষ্ঠানকে ৫০(পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানের সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।