পৌষ্য কোটা বাতিলের দাবিতে কুবি উপাচার্য বরাবর স্মারকলিপি

আপডেট: December 12, 2024 |
inbound6917423417395690859
print news

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় পৌষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাধারণ শিক্ষার্থীদের পক্ষ হতে মুহাম্মদ নাজিম উদ্দীন, মু. হান্নান রহীমসহ কয়েকজন শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান, কোটাপ্রথা মেধার অবমূল্যায়ন এর অন্যতম একটি অযৌক্তিক ও অমানবিক মাধ্যম। কোটার সংস্কার করতে গিয়েই জুলাই অভ্যুত্থান রচিত হয়েছে এবং এর মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন হয়েছে।

কোটার মাধ্যমে নির্দিষ্ট একটা শ্রেণীকে বাড়তি সুযোগ সুবিধা প্রদান করা সম্পূর্ণ অযৌক্তিক ও অবৈধ।

স্মারকলিপিতে তারা আরও উল্লেখ করেছেন, দেশের সকল শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে কুবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রশাসনের প্রতি এই বার্তা, ‘অনতিবিলম্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা থেকে পোষ্য কোটা বাতিল না করলে শিক্ষার্থীরা আবারও আন্দোলনের ডাক দিবে।’

এ ব্যাপারে মু. হান্নান রহীম বলেন, “পোষ্য কোটা সকল সাধারণ শিক্ষার্থীদের সাথে বৈষম্যমূলক আচরণের নামান্তর।

পোষ্য কোটার মাধ্যমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের ছেলে মেয়ে ও স্ত্রীরা যে বাড়তি সুযোগ-সুবিধা পেয়ে থাকে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বাকি পরীক্ষার্থীদের সাথে ওই বাড়তি সুবিধা সম্পূর্ণ অবৈধ ও অযৌক্তিক।

বিপ্লব পরবর্তী বাংলাদেশেও পোষ্য কোটার প্রচলন বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক যা বিপ্লব অবমাননার স্বরূপ।”

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “বিষয়টি আমি শুনেছি। এই সংক্রান্ত যাবতীয় ব্যাপার একাডেমিক কাউন্সিল দেখে থাকে।

আমি বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে কথা বলব। একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে যে সিদ্ধান্ত আসবে সেটি।”

Share Now

এই বিভাগের আরও খবর