খালার বাড়িতে বিয়ে খেতে এসে বিক্ষুব্ধ জনতার হাতে আটক ছাত্রলীগ নেতা

আপডেট: December 27, 2024 |
inbound1180864715207663266
print news

খালাতো বোনের বিয়ের দাওয়াত খেতে এসে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা। তার নাম গোলাম গাউস লেমন। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

গাউস শাজাহানপুর উপজেলা রহিমাবাদ এলাকার শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে চুরি, অবৈধ মাদক ব্যবসা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও শাজাহানপুর থানা পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় খালার বাড়িতে বিয়ে খেতে এসে জনতার হাতে আটক হন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম গাউস লিমন। পরে তাকে শাজাহানপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

গত ৫ আগস্টের পর থেকে পলাতক থাকলেও খালাতো বোনের বিয়ে উপলক্ষে বাড়িতে আসে লিমন। পরে বিষয়টি টের পেয়ে জনগণ তার বাড়ি ঘিরে ফেলে।

এ অবস্থায় থানা পুলিশে সংবাদ দেন ওই এলাকার ইউপি সদস্য তাজুল ইসলাম। পরে পুলিশ পৌঁছানোর পর বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের হাতে তুলে দেয়।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিকেলে বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নামে এ পর্যন্ত পাঁচটি মামলা রয়েছে, এর মধ্যে একটি রাজনৈতিক মামলা।

Share Now

এই বিভাগের আরও খবর