সাবেক প্রতিমন্ত্রী এনাম ৬ দিনের রিমান্ডে

আপডেট: January 28, 2025 |
inbound5112309951123242941
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিরপুর থানার সাগর হত্যা মামলায় সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে (২৭ জানুয়ারি) তাকে তোল হয় সিএমএম কোর্টে। পরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ঈশিতা ইসলামের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুর-১০ নম্বরের গোলচত্বর এলাকায় সাগর নামের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগ গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে এনামুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন আসামিদের এলোপাতাড়ি গুলিতে মারা যান তিনি।

এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার বাদী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জন আসামি করা হয়েছে। মামলায় এনামুর ৩০ নম্বর এজাহারনামীয় আসামি।

Share Now

এই বিভাগের আরও খবর