কুষ্টিয়ায় বিদেশি পিস্তল ও ম্যাগজিন উদ্ধার

আপডেট: February 19, 2025 |
inbound5780882643248943161
print news

আসাদুর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর এলাকায় এ অস্ত্রটি উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার অস্থায়ী সেনা ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর রওশন আরা রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের একটি দল কামালপুর এলাকার একটি সন্দেহভাজন বাড়িতে অভিযান চালায়।

অভিযানকালে বাড়ির উঠান থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়।

তবে বাড়িতে কাউকে পাওয়া যায়নি সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, উদ্ধারকৃত পিস্তলটি দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া একটি বিদেশি পিস্তল আমাদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Share Now

এই বিভাগের আরও খবর