সোহরাওয়ার্দী কলেজের বগুড়া জেলা ছাত্র কল্যান পরিষদের নেতৃত্বে প্রতিষ্ঠাসভা


সোহরাওয়ার্দী কলেজে বগুড়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে রায়হান আলীকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের আবিদ হোসেন স্বরণকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) নতুন কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টারা।
উপদেষ্টা হিসেবে এখানে রয়েছেন,রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ক্যামেলিয়া সাহা,উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সেলিনা আখতার, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক খন্দকার খালিদ হোসেন,অর্থ মন্ত্রানলয়ের অর্থ বিভাগের কনসালট্যান্ট মো:মোস্তফা কামাল।
সাক্ষরিত বিজ্ঞাপ্তিতে ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন – সহ-সভাপতি মো:সাকিব হাসান ও ফেরদৌস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক যুবায়ের আহমদ, সহসম্পাদক আয়াতুল্লাহ আল ফুয়াদ,তৌসিফ আরিয়ান কাব্য ও এস এম সাদিক হোসেন রিয়াদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: শাহরিয়ার ইসলাম , অর্থ সম্পাদক শাফিউল বারী, প্রচার সম্পাদক সারোয়ার হোসেন সহ আরো অনেকে।
নবনির্বাচিত কমিটির সভাপতি রায়হান আলী বলেন, ঐতিহ্যবাহী বগুড়া জেলার ছাত্রকল্যাণ পরিষদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতির দায়িত্ব দেয়ায় সকল উপদেষ্টা মণ্ডলী ও বগুড়ার সকল শিক্ষার্থী ভাই,বন্ধু ও স্নেহের অনুজদের প্রতি চির কৃতজ্ঞ।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বগুড়া জেলার সকল শিক্ষার্থীদের নিয়ে সম্মানিত উপদেষ্টা মণ্ডলী সদস্যদের দিকনির্দেশনায় বগুড়া জেলা ছাত্র কল্যান পরিষদ কে একটা আইকনিক ছাত্রকল্যাণ পরিষদ এ পরিণত করতে এবং বগুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আসা অসহায়, মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে সবাইকে নিয়ে কাজ করে যাবো।
আমরা সবাই এই সংগঠনে একত্রিত হয়ে সকল শিক্ষার্থীর যে কোন যৌক্তিক প্রয়োজনে এবং সমস্যায় পাশে থাকি। এই সংগঠনে কাজ ই হলো ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার্থী বান্ধব সেবা প্রদান করা।
আমরা চাই জেলা কল্যাণ সমিতির গতানুগতিক কাজের বাইরেও সৃজনশীল কিছু কাজ করতে এটা হতে পারে বিভিন্ন ক্যারিয়ার ওয়ার্কশপ, রিসার্চ ফেয়ার, বিতর্ক প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা, আইডিয়া শেয়ার সেমিনার ইত্যাদি।
সর্বোপরি উপদেষ্টা পরিষদ, এবং সকলের ঐকান্তিক সহযোগিতায় আমাদের এই সংগঠনে সকল সদস্যদের যেকোন পরিস্থিতিতে পাশে থাকবো ইনশাআল্লাহ।
সংগঠনের সাধারণত সম্পাদক আবিদ হোসেন জানান, বগুড়া জেলা থেকে সোহরাওয়ার্দী কলেজে যে সকল শিক্ষার্থী অধ্যায়ন করে তাদের সাথে পারস্পারিক সম্পর্ক স্থাপন রেখে সামনে ভালো কিছু করা আমাদের ছাত্রকল্যাণের লক্ষ্য।
আমরা সংগঠনটিতে সকলের দক্ষতা উন্নয়ন ও সহ-শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করতে চাই।
আমরা সকলের সহযোগিতায় এই সংগঠনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এ জন্য আমরা দল, মত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করি।