ঈদের রাতে নৈশপ্রহরীকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

আপডেট: April 1, 2025 |
inbound1082733484091517209
print news

ঢাকার সাভারে রুবেল (৩০) নামে এক নৈশ প্রহরীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল বরিশাল জেলার খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের বাড়িতে ভাড়া থাকতেন। একই এলাকায় নৈশ প্রহরীর কাজ করতেন তিনি।

রুবেলের স্ত্রী রাহিমা বেগম জানান, রুবেল বাসায় রাতের খাবার খেতে যাওয়ার পর তাঁকে একজন ডেকে বাইরে নিয়ে যায়। এর কিছু সময় পরই রুবেলকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে দ্রুত তাঁকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক হরনাথ সরকার বলেন, রুবেল হোসেনের শরীরে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

Share Now

এই বিভাগের আরও খবর