জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট: April 15, 2025 |
inbound8910855584198690395
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।

রোববার সকালে জেলা বিএনপির  উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩২ পহেলা বৈশাখ উপলক্ষে  শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র‍্যালী বের হয়ে  রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের সাথে একত্রিতভাবে আনন্দ শোভা যাত্রা বের হয়ে সার্কিট হাউস মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সভাপতি এ্যাড. হেনা কবির, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, কৃষক দলের আহবায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি রুলি চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সহ সভাপতি মৌসুমি আক্তার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, যুবদলের সাবেক আহবায়ক এটিএম শাহনেওয়াজ কবীর শুভ্র, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, জেলা ছাত্র দলের সভাপতি মামুনুর রশীদ প্রধানসহ শোভা যাত্রায় জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর