জয়পুরহাটে এসএসসি ৯৯ ব্যাচের  পূর্ণ মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট: May 3, 2025 |
inbound411283369475191212
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে এসএসসি ৯৯ ব্যাচের উদ্যোগে সারা দেশের ৯৯ বন্ধুদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য এক পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে শহরের হক কনভেনশন সেন্টারে  বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়। র‍্যালী, গান, আবৃত্তি, র‍্যাফেল ড্র সহ নানান আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

এসএসসি  ৯৯ জয়পুরহাট এর আহবায়ক  রানা আনসারীর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন ।

সংগঠনের যুগ্ম আহবায়ক মশিউর রহমান এ্যালট এর সঞ্চালনায় এসময়  উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ এম আজম রানা, উপদেষ্টা আব্দুল ওয়ারেছ, যুগ্ম আহবায়ক নাজমুস সাদাত সাজু,কৌশিক হাসান, ওয়াহেদ গনি, সদস্য সচিব সোহেল রানা, মুখ্য সংগঠক মুশফিক রহমান, কোষাধ্যক্ষ সোহেল সানি রানা, সদস্য সামসুল আলম প্রমুখ।

এসএসসি ৯৯ ব্যাচের পুনর্মিলনী উৎসবে  সারা দেশের বন্ধুরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।

সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে বন্ধুদের।

একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। একদিনের সকলে একত্রিত হতে পেরে অনেক খুশি সবাই।

Share Now

এই বিভাগের আরও খবর