রাণীশংকৈলে কবরস্থানের গেটের ছাঁদ ধসে ট্রাক্টর চালকের মৃত্যু

আপডেট: May 14, 2025 |
inbound4404075087014863764
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বালুবাহী ট্রাক্টর দিয়ে কবরস্থানে মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে কবরস্থান গেটের সাথে বডির ধাক্কা লেগে ছাঁদ ধসে হযরত আলী (৩৫) নামে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়।

১৩ মে (বুধবার) দুপুর ১২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও গ্রামের পাঁচপীর কবরস্থানে এ ঘটনা ঘটে।

নিহত হযরত আলী বাচোর ইউনিয়নের টেকিয়া মেহেশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে জানা যায়, হযরত আলী সকাল থেকেই কবরস্থানে মাটি ভরাট করছিলেন।

মাটি ভরাট করে ফেরার পথে বালুবাহী ট্রাক্টরের হাইড্রোলিক বডি না নামিয়ে গেট পার হওয়ার পথে হাইড্রোলিক বডি কবরস্থান গেটের ছাঁদের সাথে লাগলে ছাঁদ ভেঙে তার উপর পড়ে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি শুনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share Now

এই বিভাগের আরও খবর