রাতে খাওয়া শেষে স্বামীর সঙ্গে ঝগড়া, অভিমানে গলায় ফাঁস স্ত্রীর

আপডেট: May 14, 2025 |
inbound2576427158155963325
print news

জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে আরজিনা আক্তার (২০) নামে এক নারীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি এক কন্যা সন্তানের জননী।

মঙ্গলবার (১৩ মে) মধ্যরাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুরবাড়ী মেদ্ধাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত অনুমান ২:৩০ ভিকটিমের স্বামী টের পেয়ে ভিকটিমকে নামিয়ে তার মা হাজেরা বেগম ছোট ভাই সাকিব ও চাচা রশিদুল ইসলাম এর সহযোগিতায় মাইক্রোবাসযোগে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও শহরস্থ যমুনা ডায়াগনস্টিক সেন্টারে নিলে কর্তব্যরত নার্স ইসিজি ও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ভূল্লী থানার উপ-পরিদর্শক (এসআই) ফনি ভূষণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে সকালে ওই বাসায় যাই।

সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Share Now

এই বিভাগের আরও খবর