গাজীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত


মাসুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় গাজীপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে গাজীপুর জেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুর সদরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
গাজীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গাজীপুরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য)ড. সঞ্জয় কুমার পাল।
এ সময় বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার আরিফা সুলতানা শিপা এবং গাজীপু সদরের অতিরিক্ত কৃষি অফিসার উম্মে সাবিহা তাসনীম এরিন।
গাজীপুরে কৃষকদের উন্নতি প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে প্রযুক্তি ভিত্তিক কৃষক পার্টনার ফিল্ড স্কুল গঠন করা হয়েছে।
প্রতিটি স্কুলে রয়েছে ২৫ জন করে কৃষক সদস্য। এসব স্কুলে কৃষকদের মাঝে উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদন ও উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে উদ্বুদ্ধ করতে কৃষকদের নিয়ে এই সম্মেলন বা পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়।