আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা জবি ছাত্রদলের


তানিয়া শবনম, জবি প্রতিনিধি: আন্দোলন-সংগ্রামে জবি প্রেসক্লাবের সাংবাদিকদের ভূয়সী প্রশংসা রয়েছে বলে মন্তব্য করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল।
শুক্রবার (১৫ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব এর নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এ দাবি জানান তিনি। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
আহব্বায়ক হিমেল আরোও বলেন, ‘সাংবাদিকতা ভূমিকা গণতান্ত্রিক প্রতিষ্ঠায় অনস্বীকার্য। বিগত কমিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জবির পাশেই ছিল, সামনের কমিটির থেকেও তা প্রত্যাশা রাখি।
জবি প্রেসক্লাব যেমন অতীতে সাদাকে সাদা আর কালাকে কালা বলেছিলো বর্তমান কমিটিও সেটা করবে।’
জবি প্রেসক্লাবের সাংবাদিকদের প্রশংসা করে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন লংমার্চ টু যমুনায় সাংবাদিকরা সাংবাদিক এবং শিক্ষার্থী ভূমিকা পালন করেছেন।
এ আন্দোলনের শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে গিয়ে তারা আহত হয়েছে। তারপরও তারা শিক্ষার্থীদের জন্য কাজ করে গিয়েছে।’