সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনায় আক্রান্ত

আপডেট: June 9, 2020 |
print news

যশোর- ৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের সরকার দলীয় সংসদ সদস্য রণজিত কুমার রায়ের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল পজেটিভ আসে।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, কয়েকদিন ধরে সাংসদ রনজিত কুমার রায় জ্বরে ভুগছিলেন। গতকাল সকালে তার নমুনা সংগ্রহ করা হয়। রাতে জিনোম সেন্টার থেকে তাকে মৌখিকভাবে বলা হয়েছে রনজিৎ কুমার রায় করোনায় আক্রান্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে এমপির পরিবারে খবরটি জানিয়ে দেয়া হয়েছে। এর পরপরই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর