৮৫০ টন ডালসহ জাহাজ দুর্ঘটনার কবলে

আপডেট: June 21, 2020 |
print news

প্রায় ৮৫০ টন মটর ডালসহ ‘এমভি নিউ গোলাম রহমান’ নামের একটি জাহাজ বঙ্গোপসাগরের পতেঙ্গা উপকূলে দুর্ঘটনার কবলে পড়েছে।

রোববার (২১ জুন) সকালে সাগরে প্রচণ্ড ঢেউয়ের মধ্যে আকস্মিকভাবে জাহাজটির একপাশে তলা ফেটে যায়। এরপর দ্রুত জাহাজটিকে পতেঙ্গা সীবিচ এলাকার দিকে চালিয়ে চরায় উঠিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নবী আলম জানান, দুর্ঘটনাকবলিত জাহাজটির নাবিকরা এখন নিরাপদে আছেন।

বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেলের একজন কর্মকর্তা বলেন, মডার্ন লজিস্টিকসের মালিকানাধীন জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অপেক্ষমাণ বড় জাহাজ থেকে ডাল খালাস করে খুলনার নোয়াপাড়ার দিকে যাত্রা শুরুর পর দুর্ঘটনা ঘটে। কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর