স্বাস্থ্যবিধি না মানায় ডিএমপির জরিমানা

আপডেট: July 5, 2020 |
print news

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে কাজ করছে আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। করোনার স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সরকার নির্দেশিত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানী জুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।

এ সময় মাস্ক ব্যবহার না করায় মতিঝিল এলাকার ৪ ব্যক্তিকে ৪শ’ টাকা, ওয়ারীর ৬ ব্যক্তিকে ১৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও গুলশানের ৫টি দোকান ও ১৫ ব্যক্তিকে ২১ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ডিএমপি পুলিশ।

অন্যদিকে ৩০টি মামলায় ৫টি দোকান ও ২৫ ব্যক্তিকে মোট ২৩ হাজার ১০০ টাকা জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, ‘অপ্রয়োজনে রাস্তায় নয়। ঘরে থাকুন, সুস্থ থাকুন। মেনে চলুন সামাজিক দূরত্ব। আর রকম উপসর্গ দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।’

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর