এয়ার অ্যারাবিয়া ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে শুক্রবার থেকে

আপডেট: August 4, 2020 |
Boishakhinews 94
print news

আবুধাবি-ঢাকা রুটে পুনরায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়া। আগামী শুক্রবার (৭ আগস্ট) থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে তারা।

মঙ্গলবার (৪ আগস্ট) এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় জানায়, সপ্তাহে দুই দিন এয়ারবাস এ৩২০ দিয়ে ফ্লাইট পরিচালনা করা হবে।

প্রতি বুধ ও শুক্রবার সকাল ৯টায় আবুধাবি থেকে ফ্লাইট ছাড়বে। ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। একই দিন বিকেল ৪টা ৪০ মিনিটে ঢাকা থেকে ফ্লাইট রওনা হবে। আবুধাবি পৌঁছাবে স্থানীয় সময় রাত ৮টায়।

করোনা মহামারির কারণে ৩ মাস বন্ধ ছিল এয়ার অ‌্যারাবিয়ার ফ্লাইট। ৩ জুলাই ফ্লাইট শুরু করে বিমান সংস্থাটি।পরে আবার ফ্লাইট স্থগিত করে এয়ারলাইন্সটি।

বৈশাখী নিউজ/ ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর