সৌদি এয়ারলাইন্স ৩০০ যাত্রীকে টিকিট দিচ্ছে আজ

আপডেট: October 6, 2020 |
print news

সৌদি এয়ারলাইন্স আজ মঙ্গলবার ৩০০ যাত্রীকে টিকিট দিচ্ছে। সৌদি এয়ারলাইন্স জানিয়েছে, মঙ্গলবার হলুদ রঙের ৮৫১ থেকে ১১৫০ নম্বর টোকেনধারীদের টিকিট দেওয়া হবে।

সকাল সাড়ে ৯টায় সৌদিগামীদের টিকিট রি-ইস্যু শুরু করেছে এয়ারলাইন্সটি। লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষায় যাত্রীরা।

গত রবিবার টোকেনের দাবিতে হোটেল সোনারগাঁওয়ে টিকিট প্রত্যাশীদের ঢল নামে। জনসমুদ্র হয় হোটেল সোনারগাঁও। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সোনারগাঁও। পরে ফরম দেওয়া হয় টিকিট প্রত্যাশীদের।

বৈশাখী নিউজ/ফারজানা

 

Share Now

এই বিভাগের আরও খবর