যাত্রাবাড়ী এলাকায় ৩ হাজার ইয়াবা বড়িসহ আটক ১

আপডেট: October 9, 2020 |
print news

ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ডিএমপি নিউজ এই তথ্য জানায়।

পুলিশ বলছে, গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে যাত্রাবাড়ী থানা এলাকার কুতুবখালীতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। যাত্রাবাড়ী থানা-পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইসমাইল (৪৫)।

পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি একজন মাদক ব্যবসায়ী। তাঁর কাছ থেকে ৩ হাজার ৫০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ইয়াবা বড়ি উদ্ধারের ঘটনায় যাত্রাবাড়ী থানায় মামলা করেছে।

বৈশাখী নিউজ/ফারজানা

Share Now

এই বিভাগের আরও খবর