সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভোট গণনা ও ফল প্রকাশ আজ

আপডেট: March 12, 2021 |

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। ১৪টি পদের বিপরীতে এ নির্বাচনে মোট প্রার্থী ৫১ জন। মোট ভোটার ৭ হাজার ৭২১ জন। এতে ৫ হাজার ৬৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনী পরিচালনা কমিটি শুক্রবার দুপুর আড়াইটায় ভোট গণনা শুরু করবে। ভোট গণনা শেষে আজই ফলাফল ঘোষণা করা হতে পারে।

জানা যায়, ভোট গ্রহণ শেষে নিরাপত্তার স্বার্থে আইনজীবীদের ভোটের বাক্স সুপ্রিম কোর্টের সোনালী ব্যাংক শাখার ভল্টে রেখেছেন নির্বাচনী পরিচালনা কমিটি।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সদস্য বি এম ইলিয়াস কচি জানান, প্রতিবারই আইনজীবীদের ভোটগ্রহণ শেষে রাতে ভোটগণনা করে ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু করোনা ও সবার পরিশ্রমের কথা বিবেচনা করে এবার আমরা রাতে ভোটগণনা না করে দিনের বেলায় ভোট গোনার সিদ্ধান্ত নিয়েছি। সবার সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বেলা আড়াইটা থেকে ভোট গণনা শুরু হবে। ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

বৈশাখী নিউজজেপা

Share Now

এই বিভাগের আরও খবর