লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত সরকারের

আপডেট: April 26, 2021 |
print news

করোনার সংক্রমণরোধে চলমান লকডাউনের মেয়াদ আরও একসপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সময়ের মধ্যে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে। মঙ্গলবার (২৭ এপ্রিল) এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

সোমবার (২৬) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে ৮ দিনের কঠোর লকডাউন শুরু হয়। লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেওয়া হয়। সেই মেয়াদ শেষ হয় গত বুধবার (২১ এপ্রিল) মধ্যরাতে। তবে, করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।

বৈশাখী নিউজবিসি

Share Now

এই বিভাগের আরও খবর