ঢাকায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক
আপডেট: June 21, 2021
|

রাজধানীর হাজারীবাগ ও রায়েরবাগ এলাকায় পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের ১৬ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার র্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি ফজলুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার রাতে র্যাবের পৃথক অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি কিশোর গ্যাং গ্রুপের আট সদস্য এবং রায়েরবাগ এলাকা থেকে কিশোর গ্যাংয়ের আরেকটি গ্রুপের আট সদস্যকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।