বেতন বাড়ানোর আবেদন করেছেন সরকারি কর্মচারীরা

আপডেট: June 23, 2021 |
print news

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়াতে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আবেদন করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। বেতন-ভাতা বাড়ানোর আবেদনটি অর্থ বিভাগের কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত চিঠি গত রোববার (২০ জুন) অর্থ বিভাগের সিনিয়র সচিবের বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের আবেদনে উল্লেখিত আর্থিক দাবি বাস্তবায়নের বিষয় যথাবিধি ব্যবস্থা গ্রহণের জন্য আবেদনের ছায়ালিপি পাঠানো হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব সাজ্জাদুল হাসান জানান, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাড়ানোর আবেদনটিও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগে কেউ আবেদন করলে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে দেই।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর