হনসল মেহতার ছবিতে এবার শশী কাপুরের নাতি

আপডেট: July 6, 2021 |
print news

বলিউডে কাপুর রাজ চলছেই। এবার বড়পর্দায় দেখা যাবে শশী কাপুরের নাতি জাহান কাপুরকে। হনসল মেহতা পরিচালিত ক্রাইম থ্রিলারে আত্মপ্রকাশ করতে চলেছেন করিনা-করিশ্মা কাপুরের তুতো ভাই। তবে একা জাহান নয়, ওই একই ছবিতে আত্মপ্রকাশ করতে চলেছেন আরেক বিখ্যাত অভিনেতার ছেলে। তাঁর নাম আদিত্য রাওয়াল, তিনি পরেশ রাওয়ালের পুত্র।

পরিচালক হনসল মেহতা এই দুই নতুন অভিনেতার সাদা কালো মনোক্রোম ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, ‘নির্মাতাদের দাবি ছিল, দুই নতুন মুখকে নিয়ে কাজ করতে হবে। অডিশন পর্বে’ দুজনের কাজ দেখে আমি মুগ্ধ। গর্বিত এমন দুই প্রতিভার সঙ্গে কাজ করতে পেরে।’

এই ছবির প্রযোজনা করছেন অনুভব সিনহা, টি সিরিজের ভূষণ কুমার এবং মহান ফিল্মস। ছবির কাজ শুরু হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, বারবারই প্রযোজক-পরিচালকদের কথায় বেরিয়ে এসেছে যে, শশী কাপুরই পরিবারের মধ্যে অন্যধারার অভিনেতা ছিলেন, যিনি বলিউড মশালা ছবির পাশপাশি অন্যধারার ছবিতে মুন্সিয়ানার সঙ্গে কাজ করেছেন। পরিচালক হনসল মেহতা সাধারণত ‘ডার্ক’ ছবি বানিয়ে থাকেন।

এই ধরণের ছবি নবাগত জাহান আর আদিত্যের কাছে ‘মাস্টারক্লাস’ হয়ে উঠতে পারে।

বৈশাখী নিউজ/ ফাজা

Share Now

এই বিভাগের আরও খবর