মানবপাচারকারী চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে র্যাব
আপডেট: October 13, 2021
|
মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা টুটুল ও তার সহযোগীসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান আজ বুধবার (১৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এএসপি ইমরান বলেন, র্যাব-৪-এর সদস্যরা রাজধানীতে অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচারকারী চক্রের টুটুল ও তার সহযোগী তৈয়বসহ আটজনকে গ্রেপ্তার করেছেন। আটকরা চক্রটির অন্যতম হোতা। মানবপাচার করে মুদি দোকানদার থেকে ওভারসিজ প্রতিষ্ঠানের মালিক হয়েছেন টুটুল।
আজ দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান এই র্যাব কর্মকর্তা।