‘জয়ী অ্যাওয়ার্ড’পেলেন অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী

আপডেট: October 26, 2021 |
print news

গাজীপুর প্রতিনিধি: কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টপ প্রফেশনাল ক্যাটাগরিতে ‘জয়ী অ্যাওয়ার্ড’ পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী।

গত ২৩ অক্টোবর ২০২১ দেশের নারী উদ্যোক্তাদের সংগঠন উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম (উই) আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘উই সামিট-২০২১’-এর সমাপনী দিনে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এর হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি এমপি।

এ পুরস্কার পাওয়ায় অধ্যাপক ড. নাসরীন আক্তার আইভী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাসহ ‘উই’ এর জুরী বোর্ড এর সংশ্লিস্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৃতি এ অধ্যাপক শিক্ষাজীবনের প্রতিটি স্তরেই রেখেছেন মেধার স্বাক্ষর।

ব্যাক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জননী। ড. নাসরীন আক্তার আইভী আগামীদিনের পথচলায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর