সংখ্যালঘুদের ওপর হামলা, পরবর্তী পদক্ষেপে ভারতের সন্তোষ প্রকাশ

আপডেট: October 28, 2021 |

ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিদেশিদের আপত্তি আমরা গ্রাহ্য করি না মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার পর পরবর্তী পদক্ষেপে ভারত সন্তোষ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপত্তি তুলেছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

‌‌‘বিদেশিরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি করে। যেমন, পদ্মা সেতু হওয়ার আগেই বিশ্বব্যাংক বলেছিল—পয়সা চুরি হয়েছে। পরে দেখা যায়, কোনো পয়সা চুরি হয়নি। এভাবে অনেক কিছু নিয়েই তারা আপত্তি তোলে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে আমরা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করবো। ধনী দেশগুলো জলবায়ুর ক্ষতিপূরণ হিসেবে আমাদের ১০০ মিলিয়ন ডলার দিতে চেয়েছিল। তবে সে অর্থ আমরা পাইনি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর